ঢেউ থেকে দৃশ্যপট থাকে। প্রত্যাশা করো,
তটে দাঁড়াও আকাঙ্ক্ষাকে সমূলে হরণ করোনা,
কারণ, আকাঙ্ক্ষার ব্যপ্তি ব্যক্ত থাকে না,
থেকে ও পরে বিকশিত হয়
আরণ্যকে কি আঁচড় টানলে বলো অনুতাপ হয়
হৃদ্য পরিতৃপ্তের নাগরিক নোঙর করবে মন ও মননে।
অহল্যা কর্মে ও কায়মন জীবনের জটিল কবে
স্বরাজ সফল স্বাভাবিকে নয় সেতো, সাধ্যে
নয় এমনকি আগন্তুক পথ চলে।
ভাবনার নিপতনকে নিমগ্ন থেকেও
প্রহরগুলো বিন্যাস করবে বলেও এই স্বজন প্রত্যাশা দিনাতিপাতের।
কার কাটলো ভাবনা উদাস নিমিত্ত প্রহর
কার কাছে থেকে যায় অগনন জটিলতার ক্রান্তি।
কে বলো অনুত্তম স্বাদেশিক প্রত্যয়ী
দেশপ্রেমিক কার ঐশিক প্রকরণে
কোন স্বচ্ছ ঢেউয়ে দোলা মত্ত উথল উত্তাল স্বদেশ শৈলী।
কেমন কেবল কেনো এই ভালবাসার বাঁধন
কল্যাণময় ব্যক্ত ভেতরে ধাবমান সময় চলে
প্রিয় প্রজ্ঞায় উত্তরণের ধীমান
লালসার গ্রাস কতোকাল আর বিদ্যমান থাকতে পারে।
দেদীপ্যমান দর্পচূর্ণ, দাঁড়াও। দাঁড়ালে?
কারো সারা নেই কেনো,
নিদেন কালের প্রত্যর্পণ বৈষয়িক, দাঁড়াও।
দাঁড়ালে মন?
এবার তবে হোক যদি অলিন্দ ঢেকে দেয় নির্জন নির্জনতায় তিমির হরণে,
তিক্ত হলে তৈজসে কে নিঃশ্বাস হয় সামান্যে
কি পেলে তবে পরস্পর পরস্পরে মোথিত প্রণয়।
মত্ত ঢেউয়ে উদ্ভাস উদয়ের পথে।
প্রত্যাশা করো, তটে দাঁড়াও চেতনার পথ আগলে নয়,
প্রৌথিত বোধন সকারে ধ্রুপদী হলে মত্ত ফসিলে চেতনার বিকাশ করো, করে।


রচনা কাল - ১২/০৪/২০২০