এ কল্যাণ সময়ের।
গোধুলি এসে মনন ছুয়েছে গ্রন্থিক করতল,
নিবিড় পান্থ হলো মৌণ কেতন
এবং আত্ম জীবনের জন্য
অনাগত সময় ও ভালবাসার শঙ্খতট পরভিবে নয়,
বরং পথিকৃৎ হয়ে একতারা অবিনাশীদৃপ্ত বাউল কহে
অন্ন ও অধিকারে যে কথা কথোপকথনে
মৃন্ময়ী-বিদ্রোহ আহবানে হোক তার অপরাজেয় কৃষ্টি।
অনিন্দ্য সময়ের দৃষ্টি স্মরণের সে বরনেয় শাশ্বত উদ্ভাস থেকে
মন গেঁথেছে মানবিক সৌধ,
প্রহতি মূর্তে মানব মুক্তির পদক্ষেপ।
এবং যথাযথ প্রতিবাদীর জন্যে ।


রচনা কাল - ২২/৩/২০১৩