শিশুটি জন্মেছিল এই পৃথিবীর বুকে-
সব জীবনের শুরু কান্নায়! বাকি সময় খেলা চলে দুঃখে-সুখে ।
স্বপ্নের মুকুর জাগে, ফোটে অগ্রজ-অনুজের ভালোবাসায়-
দুঃস্বপ্নের আঁধার তাও অগ্রজ-অনুজের দেয়া বেদনায়!


শিশুটি জন্মেছিল এই পৃথিবীর বুকে-
একটি ফুল বিকশিত হবার সুযোগ পেতে- বিলিয়ে সৌরভ- দিতে গন্ধ রুখে!
কিন্তু জন্মটি ছিলো পাপের জনপদে-
দানবের জনপদে–
রক্তের জনপদে–
পদে পদে বিপদের জনপদে!


সিরিয়ার বুকে, ইসরাইলের বুকে, মিয়ানমারের বুকে, লিবিয়ার বুকে, ইরাকের বুকে -
বা এমন সব আতঙ্কের মায়াহীন দেশের বুকে!
এখানে শিশুদের জন্ম নেয়া পাপ!
আজন্ম পাপ!
দানবদের চাঁপিয়ে দেয়া পাপ!


নিয়ত যুদ্ধের সাইরেন বাজে এখানে-
এখানের মানুষ ফুল চেনেনা–
অস্ত্র চেনে, অস্ত্র কেনে,
মানুষ মারে!
রক্তের বেপরোয়া খেলা খেলে ।


মানবতা নাই, অধিকার নাই, ভালোবাসা নাই!


মসনদ বড়, নেতাগিরি বড়, মোড়লগিরি বড়–
নতুন কুঁড়িকেও এরা বলে- বোমা খেয়ে মরো!
পঙ্গু হও, না-খেয়ে রও, রাসায়নিক বিষে শ্বাস নাও!
সবার উপরে ক্ষমতা, শোষণের মসনদটুকু দাও-
নতুনের আগমনে, শিশুদের, নারী-পুরুষ নিরীহদের এই গীত শুনিয়ে স্বাগত জানায়!
বাকি বিশ্ব বেমালুম নির্লিপ্ত, অবাক তাকিয়ে রয়, অসহায়!


মরুক! সব মানুষ মরুক!
তবুও দানব ক্ষমতায় আসুক অথবা ক্ষমতায় থাকুক!!
দায় এড়ানোর 'এ –না- ও' রাজনীতি চলুক!!!