জ্বলজ্বল করে অলৌকিক জল। মস্তিষ্কজুড়ে নাঁচে যমুনার প্রেম। হাওয়াকুঞ্জে অভিসার বাসনা। অনাগত অনুজের আহ্বানে, সপ্তর্ষি মন্ডলে গান তোলে আধ্যাত্মিক ময়ূর- অক্লান্ত যৌবনের আয়োজনে!
প্রকৃতির পুঁথি পাঠ চলে- নদী, পাহাড়, সমতলে। গুহা সভ্যতা আনন্দে হাসে। আগামী গ্রহিক সভ্যতার স্বপ্ন দেখে আধুনিক সমকাল। আমি স্থানান্তরিত করি আমাকে অন্য জনমে! বিনিময়ে, তুমিই আমার আনন্দময়ী সেই সত্তরটি ফুল!