ফুলের পাপড়ি পেয়ে শিশির শিহরণ-
বলে, সময় যায় চলে,
প্রজাপতি কেন ডানা মেলে না-
রাত্রি বেলা শেষ ভাগে,
সূর্য ময়ূখ এসে তারে শোষনের আগে!
যথাযথ দাতা গ্রহীতায় জমতো সিক্ত সিক্ত ভালোবাসা ।
যার জন্য জমা প্রেম সে খোঁজ পায়না!
আফসোস বেশ-
রাত্রি শেষ ।


অনাকাঙ্ক্ষিতজন, 'শোষকরশ্মি' তার মত প্রেমে রামধনু সাজায় ।
ফুল বুকের নির্বাক শিশির বিন্দুর প্রাণ যায় যায় ।
বাস্তবতার ফেরে পরে-
লুকানো কামনা ফের লুকায়!
নি:শেষ হয় ।
যাকে চেয়েছিলো তাকে পায় নি!
যাকে পেয়েছে তাকে চায় নি!


তবুও জীবন চলে...
থাকে জামদানি শাড়ির ভাঁজে লুকানো অতীত ইতিহাস!