উত্তাল সমুদ্রে, উত্তাল ঢেউ, জনতার শক্তির কম্পনের অনুনাদ-
উনসত্তরের আত্ম-উৎসর্গকারী দেশমাতার খাটি প্রেমিক আসাদ-
তোমায় দেখিনি! আমি এই প্রজন্মের তরুন, কবি!
তবে কবিতায়, ইতিহাসে দেখেছি তোমার উজ্বল প্রতিচ্ছবি।

ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান-
            বনাম
জেনারেল মোহাম্মদ আইয়ুব খান!


একটি যুদ্ধের খেলা!
ফলাফল: আত্মদানের মাধ্যমে বিজয়ী আসাদ-
বিজয়ী বাঙালির স্বপ্নের অভিযাত্রীর স্বাধীন ভেলা!
আরও ফলাফল: ‘আইয়ুব গেট’ আজ ‘আসাদ গেট’,
‘আইয়ুব এভিনিউ’ আজ ‘আসাদ এভিনিউ’।


বঙ্গবন্ধুর ৬ দফা দাবী-
ছাত্রদের ১১ দফা দাবী-
পরাধীন বাঙালির স্বাধীনতার তালা খোলার চাবি!


দেশমাতৃকার সেবায়- মুক্তি এবং স্বাধীনতার লক্ষ্যে আসাদের মহান আত্মত্যাগ ও অবদান,
কালি ফুরায়ে যায়! চোখে আসে জল! বন্দনার কথা কিভাবে বলবে- কবিতা আর গান?

কবি মোহম্মদ মনিরুজ্জামান 'শহীদ স্মরণে' বলেছেন - সবুজের বুকে তোমার রক্তই- উড্ডীন পতাকা।
কবি শামসুর রাহমান বলেছেন- 'আসাদের শার্ট' আজ আমাদের প্রাণের পতাকা।
আমি চেতনায় তোমায় রাখি। অনুজ কবি, কি আর করবো রচনা-
বরং, অগ্রজ কবিদের ধারায় আমিও করি 'আসাদ' বন্দনা।