কোথাও কোন অনিয়ম দেখছেন?
শোষণ, নিপীড়ন, নির্যাতন, দুর্নীতি দেখছেন?
যা দেখছেন-
তাই লেখেন।
এই ধংসস্তুপে বসে-
কবিতার ব্যাকরণ মানার কোন দরকার নাই!
এই পৃথিবীকে সুন্দর করতে,
এই পৃথিবীকে বাসযোগ্য রাখতে,
এই পৃথিবীকে গড়তে'
এমন কবিতা সবাই লিখুন!
কলমের কসম-
এখন ওটাই কবিতা।
---------------
ইংরেজি অনুবাদ
---------------
Now that is poetry
- Sakib Jamal


Seeing any irregularities somewhere?
Seeing exploitation, oppression, torture, corruption?
What you see-
Write that.
Sitting on the debris-
No need to follow the grammar of the poetry!
To make this world beautiful,
To keep this world inhabited,
To build this world-
Everyone writes poem like this!
Swear by the pen -
Now that is poetry.
------