কততো দিন হলো তোমার কোন চিঠি পাইনি
তুমি কি জানো ? আমি আগের ঠিকানায়ই আছি
যে ঠিকানা লেখা ছিলো
তোমাকে দেয়া কোন এক চিঠিতে
আমারই রক্তের অক্ষরে লেখা !
ওহ্ ভুলেইতো গেছি
বয়স হয়েছে যে !
তোমার কোন এক বান্ধবী বলেছিলো
আমার উপর রাগ করে
আমার দেয়া সব কিছুই আগুনে পুড়িয়েছো ।
মনতো পোড়াতে পারনি !
একটু মনে করে দেখো
আমি আগের ঠিকানায়ই আছি ।
স্টেশন রোড নেমে
আঁকা বাঁকা মেঠো পথ বে‍ঁয়ে
সবুজে ঘেরা কুঁড়ে ঘরটি আমার
ছোট নদীর পাশে
আমার ঠিকানা
সে ছোট্ট সোনার গাঁ ।
এখনো সেথায় সন্ধ্যা নামে
পড়ন্ত বিকেলে রাখালের বাঁশি বাজে
সন্ধ্যারাতে জোনাকীর বসে মেলা
দিব্যি ওড়ানো যায় সেথায় আজও
মন পবনের ভেলা !
একটি চিঠি দিও
আবারও আমায়
গোধুলি বেলায়
আ‍ধো আলো আধো ছায়ায়
পড়বো বারবার ।
ও ঠিকানাটা
আমি আগের ঠিকানায়ই আছি ।
তবে...
নিসঙ্গ, একা !
বড্ড একা !!