না, না, তা কি করে হয়
তোমার পরাজয়, আমার জয়!
না, না, তা কি করে হয়
আমার পরাজয়, তোমার জয়!


বরং, প্রাপ্যতা হোক নায্যতার ভিত্তিতে যথাযথ,
দুজনের অধিকার দুজনে স্বীকার করি সূত্রমত।


চলার পথে নয় আগে পিছে আমাদের যাত্রা
সমান তালে কদম ফেলবো,অগ্রজ-অনুজ ভ্রাতা।


একই লক্ষ্য হোক তোমার-আমার অন্তরে,
"সবার জন্য বাসযোগ্য পৃথিবী যাবই যাব গড়ে।


কবি সুকান্তের প্রত্যাশা পুরনের মহৎ সাধনায়,
আঠারোরা ওঠো জেগে, অগ্রজেরা আছি অপেক্ষায়।