ফুলের ভাঁজে ভাঁজে ঘুরে বেড়ায় দুষ্ট ভ্রমর,
অঙ্গে অঙ্গে, ঢঙ্গে ঢঙ্গে, রঙ্গ করে ঢের!
প্রেমের ছলে, কৌশলে কৌশলে, মধুবন উজাড় করে উড়াল মারে অন্য ফুলে,
অপরিপক্ক বোধনে আমোদিত ফুল আবেগে বলে- এসো কিন্তু ফের।
ভ্রমর আর ফেরেনা! আর ফেরে না!
পূর্ব ইতিহাস গোপন করে- নতুন ফুলে ঠোট ছোঁয়ায় পাক্কা সেয়ানা!
দুঃসংবাদ ভেসে যায় বাতাসে বিরামহীন বেগে-
শুনে কুমারিত্ব হারানো ফুল যায় রেগে,
দুঃখ করে বলে, এ জীবন রেখে কি লাভ- বিষ খোঁজে,
অনিয়ন্ত্রিত আবেগ জীবনের মানে না-বোঝে, না-বোঝে!


আরে বোকা ফুল! কার জন্য আকুল? কার জন্য করতে চাও আত্মহনন?
চরিত্রহীন, প্রতারক, লোভীর জন্য- চাও নিজের মরন?
বরং ভাবো- বেঁচেছো তুমি।
বড় বাঁচা বেঁচেছো তুমি।
দূর্ঘটনা মানতে শেখো, সৌরভ ছড়াও, বিশ্বাস রাখো- ফুল তুমি এখনও আছো ফুল,
নিজেকে গড়ো, ভালোবাসো, স্বপ্ন সাজাও, ভুলে যাও অতীত ভুল।