রাতের আকাশে নিয়ত মিটিমিটি জ্বলে-
প্রেরণার 'রফিক, বরকত, জব্বার!'
আমার সাথে চুপিচুপি কথা কয়,
গান গায় প্রাণের ভাষা বাংলার!


আমি শিহরিত হই, দ্রোহ-প্রেমে ডুবে রই!


আঁধারে যখন নিমজ্জিত হয় দেশ
অনুভব করি বায়ান্নো'র আবেশ।
বলি "দূর হও সব অবাঞ্ছিত কালো!
কৃষ্ণচূড়ার রঙ চেতনায় আমার,
স্বপ্নে নক্ষত্রের আলো!"
-------
কবিতাটি দৈনিক পূর্বদেশ এ প্রকাশিত।