বিজয়ের আনন্দে ভাসে আজ বাঙালি সব,
নানান সুরে নানা গানে করছে কলরব।


ফুল দিয়ে স্মৃতিসৌধে করে শ্রদ্ধা নিবেদন,
শহীদদের রুহের শান্তি প্রার্থনায় মন।
মুক্তিযোদ্ধাদের প্রশংসাগীত সবে গায়,
বীরঙ্গনাদের স্মরণে অশ্রুধারা শ্রদ্ধায়।


ওড়ে লাল সবুজ পতাকা ভালোবেসে দেশ,
মুক্তপথে মুক্তচলা স্বাধীনচেতা বেশ।
বিনা শংকায় ঢোল ঢংকায় সুর বাজে,
বাংলা প্রেমে বাঙালি প্রাণ উচ্ছাসিত সাজে।
একাত্তরের কথা হয় গল্প ও কবিতায়,
বীরত্বের বন্দনা চলে নাটক, সিনেমায়।
হাতে হাতে ফুল পতাকা ও বাদ্যযন্ত্র ধরে,
স্বাধীন বাঙালী নাচে গায় সবুজ প্রান্তরে।


বিজয় উৎসবে প্রার্থনা সবারই আজ
সমুন্নত থাক সদা লাল সবুজের তাজ।


  
(বিশেষত্ব : ১৬ চরন, ১৬ প্রতি চরনে অক্ষর)