তোমার প্রিয় পথে উড়ে যাও পাখি,
উড়ে যাও দূরে, যত খুশি উড়ে যাও।
বেলা শুরুর গানের কথা ভুলে যাও,
ভুলে যাও দ্রুত, যত ইচ্ছে ভুলে যাও।


তবু মনে রাখবো আমি, মনে রাখবো একা,  
সবুজ বৃক্ষ। খড়কুটোর ওম। যৌথ ভ্রমন।
মনে রাখবো, দিনের খুনসুটি। রাতের কূজন।
বসন্তকাল। আর হংস-মিথুনের গল্প কথা!


অতঃপর, মাটির মায়ায়, একদিন
মিশে যাবো সময়ের প্রান্তিক ঘাসে,
একদম অভিযোগহীন!
হবে না দেখা আর গোলাপের সাথে!
--------
কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।