দেবীর নিমন্ত্রণে,
আকাশ থেকে নেমে আসে শারদীয় বর্ষার জল
ভেজো সেই শুদ্ধ জলে!
      সবুজ পাতার মতো ভেজাও দেহ,
      অদৃশ্য বাতাসের মতো ভেজাও মন,
      পরিচ্ছন্ন হোক একসাথে সব।
তারপর, শঙ্খসুরে-
গাও অসুর বিনাশী গান।
দূর্গতি মুছে যাক। জ্বলুক মঙ্গলালোক।
আবেশিত মনে, বছরজুড়ে বয়ে চলুক শুদ্ধক্ষণ।


পুনশ্চ, শারদীয় বর্ষার জলে- ভেজো সকলে।
----
উৎসর্গ: সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের।