অপেক্ষায়, অপেক্ষায় ক্লান্ত !
বৃষ্টির কান্নায়-
মেঘ কেটেছে, তারা হেসেছে, আকাশ ভরেছে নীল, নীল জোসনায়-
তবু, একটুও পরিবর্তন আসেনি !
মায়াহীন ঐ মনটায় !


'পাখির নীড়ে ফেরা সন্ধ্যা' থেকে-
সৌরভ সমেত ধুপধুনা আর আলোক মোমবাতি জ্বেলে-
খোলা জানালা রেখেছিলাম ।
দখিনা বাতাস এলো, আলো-ছায়া খেলা হলো, উত্তম সময় ছিলো মুখোমুখি ভালোবাসায়-
তবু, একটুও পরিবর্তন আসেনি !
মায়াহীন ঐ মনটায় !


এরপর,
ক্রমাগত সময় বয়ে চললো...
জনপদ নির্জন হলো, নিস্তব্দতার ফিসফিস কথা বলার সময় এলো,অপেক্ষায়, অপেক্ষায়-
তবু, একটুও পরিবর্তন আসেনি !
মায়াহীন ঐ মনটায় !


বৃষ্টি, জোসনায়,
আধোআলো আধোছায়ায়, নির্জন প্রহরের নিস্তব্দতায়-
একাই কাটলো রাত!
আরও একটি একলা চলার সূর্যোদয়ে হলো আমার প্রভাত!