রুফটপ মেঘের উপরে, বৃষ্টির বারামখানা।
ঝিকিমিকি বিজলীবাতি জ্বলে।
একখণ্ড কালো বরফ চেয়ারে-
আমি বসে আছি পেখম মেলে!
সন্ধ্যায় বলেছিলো মন, কবিতা আসবে ঘনরাতে।
অপেক্ষায় আছি। হঠাৎ দেখি, জলের আগুনে,
দুটো চড়ুই ভস্ম হয়ে গেলো-
ক্ষণকালের প্রেমে।
কী ভয়ঙ্কর সুন্দর যুদ্ধক্ষেত্র!
নফসঃ নেগেটিভ/পজিটিভ/স্পার্ক।
ঈশ্বরকে বললাম, আমাকে লুকিয়ে নাও-
মেঘের কফিনে। নুর খুঁজি বাকি জীবন!