প্রগাঢ় জোছনা। শাদা লাউফুলের মত
ফুটে আছে চাঁদ। শিহরিত জমিন কাঁপছে
জোনাকি জলের ছোঁয়ায়।
উচ্ছাস অবাধ।
বিভ্রম নাঁচে মস্তিষ্কজুড়ে আমার!
দেখি, তুমি হাসছো।
ভীষণ রহস্যময়!
আলতা পায়ে একটি রাজহংসী তখন
হেলে দুলে নদীর দিকে যায়, এত রাতে
স্রোতের বিপরীতে আনন্দ খেলায়।
হঠাৎ একটি নিঃসঙ্গ পাথর এমন সময়ে
বিদীর্ণ হয়ে ঝর্ণার গান গায়
ছলাৎ, ছলাৎ...