নীল মুছে দেয়া ঐ আবীর রাঙা সন্ধ্যাবেলায়, আধার নামার আগে,
কর্মক্লান্ত এই মন চায় ফিরতে নীড়ে, তোমার ভালোবাসার গুলবাগে ।


উড়ে উড়ে ঘুরে ঘুরে খুঁজি- তোমার নীড়ের ঠিকানা,
আধো আলো আধো ছায়ায়- হঠাৎ ভীষণ অজানা!


জানা থেকে অজানা!
                      অজানা থেকে আরও অজানা!!


ভালোবাসার সময়টুকু বোধহয় বয়ে গেল...


কর্ম খালি নাই!
               কর্ম খালি নাই!
                                কর্ম খালি নাই ...
এভাবে দ্বারে দ্বারে উড়ে উড়ে-
অবশেষে কর্মক্লান্ত আজ!
গুলবাগে অন্য পাখি ইতিমধ্যে গড়েছে রাষ্ট্র সমাজ,
                         -একনয়কতন্ত্র!
আর আমি, অবুঝ মনে-
                          ডানা ঝাপটাই ।
ভাবি, ভালোবাসায় এ কেমন অর্থনৈতিক ষড়যন্ত্র!