হেমন্ত রজনী-
বয় সুমন্দ সমীরণ,
সখীর পরশে-
শিশিরে ভেজে মন।।


নিশুতি বেলায়-
কবি মন কি চায়? কি চায়?
বোঝে না, বোঝে না কবিতা-
আহা রে! সখী মন।।


দিপালী ক্ষণে-
তবু আছি বিরহ আঁধারে!
মিনতি সখী, প্রেমের প্রদীপে-
সাঁজাও মোর মন।।