দূর ভুবনে - বসে গোপনে, যে বীণার তারের কাঁপনে-তোলো তুমি বিরহী সুর
তারই অনুনাদের ফল- এ হৃদয়ে কাঁপন প্রবল, তোলপাড় করে মনের সাত সমুদ্দুর ।


তোমার প্রয়াণে- বাংলা সাহিত্যের সুফলা অগ্রাহায়ণে-
শুণ্যতার বিষন্ন বাতাস বহমান,
তোমার বিদায় - অপুরনীয় স্থান ।
তবে, আজও দখল করে আছো অগোচরে - কোটি মানুষের প্রাণ ।
চির অমলিন তোমার সৃষ্টি সকল ।
চির বিমলিন তোমার অবদানের ফসল ।


হে বাংলা সাহিত্যের বাদশাহ-
“প্রিয় হুমায়ূন আহমেদ”…
আষাঢ় মাসের সব ভাসা পানিই –
তোমার বিরহে আমাদের উৎসর্গকৃত চোখের জল ।
যত ফুল ফুটেছে বিশ্ব মাঝারে –
সবই তা, তোমাকে জানাতে শ্রদ্ধাঞ্জলি বিমল ।


উৎসর্গ : হুমায়ূন আহমেদ