কবিতায় কোন ভুমিকা ছাড়াই বলতে চাই-
জাতিসংঘে কবিতার হস্তক্ষেপ চাই !!!


মুক্তির কবিতার বারতায়-
পৃথিবীতে জন্ম নেয়া সব মানুষের জন্যই
স্বাধীন, নিরাপদ চারনভুমি নিশ্চিত করতে -
জাতিসংঘে কবিতার হস্তক্ষেপ চাই ।


মানবিকবোধের পঙতিমালায়-
সব মানুষের মানবাধিকার রক্ষায়
নায্য অধিকার বন্টনে -
জাতিসংঘে কবিতার হস্তক্ষেপ চাই ।


দেশত্ববোধের স্বীকৃত ভাষায়-
সব মানুষের সব দেশের
সার্বভৌমত্ব রক্ষায়-
জাতিসংঘে কবিতার হস্তক্ষেপ চাই ।


সম্প্রীতির বন্ধুতার কথায়-
সব জাতিগোষ্ঠীর মাঝে মমতা জাগাতে
সংঘাতহীন পৃথিবী গড়তে-
জাতিসংঘে কবিতার হস্তক্ষেপ চাই ।


ভালোবাসার কবিতায়-
কোন মানবিক কবি হোক জাতিসংঘের মহাসচিব !
উপসংহারেও বলতে চাই -
জাতিসংঘে কবিতার হস্তক্ষেপ চাই!!!