টাকা'র কাছে অবনত সব মস্তক!
একই সুর বাজায়- ভিন্নতার সপ্তক!
টাকা বই,
কিছু নই!
টাকা'র কাছে বিক্রি হয় সব !
সব সমাসের সমস্ত পদের টাকা,টাকা রব !
প্রেম বিক্রি হয় ।
সাহস বিক্রি হয় ।
তারুন্য বিক্রি হয় ।
স্বাধীনতা বিক্রি হয় ।
চেতনা বিক্রি হয় ।
মনুষ্যত্ব বিক্রি হয় ।
এসবই জানি - তুমি এবং আমি ।
তবুও চেতনে-অবচেতনে টাকাই স্বামী!
কিছুদিন আগেও শুনেছি -
সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না!
এখনকার আমরা দেখাচ্ছি ভীষণ মুন্সীয়ানা!
"সব কিছু টাকা দিয়ে পাওয়া যায়"-
হাড়ে হাড়ে বুঝাচ্ছি, বুঝেছি !
প্রশ্ন : কবি, সে ও টাকার কাছে বিক্রি হয়?
হয়! দিব্যি হয় !
এ আর এমন কি - সাধকও সতীত্ব বেঁচে-
মুখ লুকিয়ে-মুখোশ পরে রয়!
চুপি, চুপি
ভালোবাসি ।
একথা শুনেই সবাই ভাবে-
এ বুঝি, প্রিয়জনকে ভালোবাসা-বাসি!
মনের কোনের লোভের কুঞ্জে -
ও পাখি সে ও চায় - টাকার হাসি!
সত্য বচন-
তিক্ত কথন ।
"টাকাকে ভালোবাসিনা !"
আদৌ বলতে পারিনি!
কোনমতেই বলতে পারছিনা!
সন্দেহ, বলতে পারবো কি না !
কারণ, রোধকের বোধও প্রশ্নবোধক!
এইযুগে - কে হবে কালিমা শোধক ?
না কবি! না সাধক!
টাকার মোহগ্রস্থ বিশ্ব- অন্যরূপের দোযখ ।
মুক্তি চাই,
মুক্তি চাই,
মুক্তি চাই ।
সব কিছু টাকা দিয়ে কিনতে নাই ।
চেস্টা করে দেখি-
যতটুকু পারা যায় ! ততটুকুই চেস্টা চাই ।
জ্বলন্ত মোহরের ছাঁপ থেকে-
নিজেকে বাঁচাতে চাই ।