জলের কোন রঙ নাই।
               জলের কোন জাত নাই!
জল পিপাসায় কাতর কাউকে-
               আঘাত করা ধর্মে নাই!


ইতিহাস স্বাক্ষী।
জলকষ্টে যারাই মারতে চেয়েছে মানুষ,
ভালো থাকে নি তারা কখনো পরে!
প্রকৃতির বিচার অলৌকিক,
ঘটে হঠাৎ হঠাৎ করে।        


হও সাবধান!
                গাও মনুষ্যত্বের গান।
জলের জন্য কেউ কেড়ো না-
                    অন্য কারও প্রাণ।