যদিও সমুদ্রের আছে অনেক জল-
তবু নদী জন্ম দেয়া সম্ভব নয় তার!
সে ধারকমাত্র ।
পাহাড়, পর্বত, ঝরনাধারা অথবা জলপ্রপাত-
ক্ষয়ে যেতে জানে- আঁকড়ে ধরে না ধন!
সম্প্রদানই জন্মদাতা ভালো কিছু'র-
কর্মকারক নয় ।