বড় আজব খেলুয়া খেকশিয়াল তুমি !
কুমিরের বাচ্চাগুলোকে কী সুন্দর মোহনীয় কথা বলে করলে উদরপূর্তি !


নাটমহল বিশ্বজুড়েই সাঁজিয়েছো নানা বাহারে !
সভ্যতার উৎকর্ষ নামে আগানোর পথে না হেটে-
আবার ফিরে যাও আদিম প্রহরে !


গাছের লতাপাতায় ঢাকা নারীর দেহ
দেখেছি আমি ইতিহাস বই পড়তে গিয়ে
ঐতিহাসিকরা ওটা বাঁকা চোখে দেখে বলেছেন -
তারা অসভ্য জাতি !


আমি অবাক হই -
এই যুগে, যখন দেখি -
টাই-কোট পরে নিজেকে পরিপূর্ণ আচ্ছাদন করা পুরুষের সামনে-
খেমটা নাচের নগ্ন নারী !


হায়রে কর্পোরেট পুরুষ ! মুখে বলো-
'তুমি' আমার মায়ের জাতি ।
অথচ, হৃদয়ে কলুষতা ভীষণ
গোপনে, মনে মনে করো ধারণ- কেবলই ব্যবসার প্রসারণ !


খেলুয়া খেকশিয়াল - নাট মহল সাঁজিয়েছো ভারী
আধুনিকতা ? সমতা ? সাহসিকতা ?
নাকি ভুল ব্যাখ্যায় -
নারী ও পণ্যের সঙ্গমে
করছো বাজারের প্রসার, উপযোগিতা যাচাই !


আর্থিক মোহগ্রস্থ সমাজ -
নারীকে সম্মান প্রকৃতভাবে দাও, অধিকার দাও, স্বাধীনতা দাও -
গুন এবং যোগ্যতা বিবেচনায় -
নইলে.... অপেক্ষা করো - সমাজে আসছে ভয়ঙ্কর প্রলয় !