আমি আলো চাই, অবারিত আলো,
তুমি হও আমার সূর্যালোক !
আমার পৃথিবীর সব আঁধার
তোমার হাত ধরেই চিরতরে দূর হোক ।


আলো ছাড়া এ জগতে বাঁচতে পারে কে ?
তুমি ছাড়া আমার যাত্রাপথ বন্ধুর !
অথচ যদি থাকো সাথে –
পাড়ি দিতে পারি বাঁধা, বিপত্তির সাত সমুদ্দুর !


তুমি কিশোর, তুমি জগতের আলো –
অগ্রজ-অনুজের হাত ধরে এগিয়ে চলো!
আগামী পৃথিবীতে, আগামী পথচলায় –
আমার মত সবাই, কিশোর আলোর অপেক্ষায় ।