বার্সালোনা কিক মারে, মোহামেডানও কিক মারে-
'মধ্যবিত্ত' ফুটবল!
সারামাঠ ঘুরে বেড়ায়, অন্যের ইচ্ছে পূরণার্থে-
আজন্ম চলমান খেলায়। আনন্দ উল্লাস গড়িয়ে যায়-
অন্যদের ভাগ্যে!


'মধ্যবিত্ত' ফুটবল-
দুঃখ গোলাকার মাঠ বন্দি জনম।


-----------
নোটঃ কবিতাটিতে 'বার্সালোনা ও মোহামেডান' রূপকার্থে
যথাক্রমে 'উচ্চবিত্ত ও নিম্নবিত্ত' শ্রেণীকে উপস্থাপন করে।