হঠাৎ মনেহলো, ক্যামেরার বোতাম খুলি-
নিজের একটি ছবি তুলি!
আলোক ক্রিয়ায়-
ছবি এবং ছবি'র ছায়া ফ্রেম বন্দি হলো ।
তারপর ভাবনার জগতে নিউরণ নাড়া দিয়ে বলে গেলোঃ
"আলো-ছায়া,
মায়া অথবা মায়াহীনতা,
মহাবৈশ্বিক স্মৃতিভান্ডারে লুকানোর কিছু নেই!"


স্থান-কালের মাত্রা তিনের চেয়ে বেশি,
অনেক কিছুই তাই চোখ দেখে না!
তবে বোধকরি সব স্মৃতিই থেকে যায় মহাবিশ্বে...