মনচোরকে কেউ কি গালি দেয়না, দেয় কখনো ?
তাই ভাবছি তোমার মনের ঘরে সিঁধ কাটবো !
যত দু:খ আছে ওখানে সব নিয়ে নেবো -
আর ভুলে কিছু সুখের কবিতা রেখে আসবো !
তোমার ঘরের উচু নিচু মেঝ –
কেটে-কুটে সমতল করে দেবো বেশ !
সব মানুষকে ভালোবাসার সৌরভ ছড়িয়ে দিতে –
একটি গোলাপের চারা রোপন করে দিবো তোমার মনের ভিতে !


এখন বলো - এমন কবিকে, এমন চোরকে গালি দিবে –
হে তরুন স্বজন আমার ?
বরং, এই সময়ে তোমার মত সব তারুন্য ভরা মনে –
মনচোর কবি- সিঁধ কাটুক বারবার !