মৃত্যুকে আমি বেশ কাছে থেকে দেখেছি, কয়েকবার।
শান্ত, শুভ্র প্রেমিকার মতো ভীষণ মায়াবিনী।
ভালোবেসে আমাকে জড়িয়ে নিতে চায় বুকে অনন্তকাল।
না, ভৌতিক কোন রূপ নেই তার,
নেই ভয়ঙ্কর কোন কর্কশ স্বর।
কেবল লজ্জাবতীর মতো রহস্যময়তা আছে-
কাছে আসে আবার আসে না!
তবে সে প্রতিশ্রুতিবদ্ধ, অলৌকিক মায়ায়-
একদিন কাছে আসবেই। আলিঙ্গন হবে বিরামহীন প্রেমে!