বিজয়ের গান গাইতে গিয়ে
চোখে আসে জল,
মুক্তিযুদ্ধ: মা-বোনদের
কতো কষ্টের ফল ।।


কতো মা ইজ্জত দিলো
ছেলে মেয়ের সামনে
কতো বোন শিকার হলো
রাজাকারের ফান্দে ।


এসব ভুলি কেমন করে
বল তোরা, আমায় বল ।।
মুক্তিযুদ্ধ: মা-বোনদের
কতো কষ্টের ফল ।।


কতো মা যুদ্ধ করলো
পাক সেনাদের সাথে,
কতো বোন সেবা করলো
এ বাঙালি বাঁচাতে ।


এসব ভুলি কেমন করে
বল তোরা, আমায় বল ।
মুক্তিযুদ্ধ: মা-বোনদের
কতো কষ্টের ফল ।।


কতো মা বিধবা হলো
হারালো সন্তান,
কতো বোন পাগল হলো
হারিয়ে সম্মান ।


এসব ভুলি কেমন করে
বল তোরা, আমায় বল,
মুক্তিযুদ্ধ: মা-বোনদের
কতো কষ্টের ফল ।।