নাই, নাই, নাই, ভালোবাসা নাই
এই দুনিয়ায় আগের মত ভালোবাসা নাই ।।


উত্তরে না পেয়ে ভালোবাসা
দক্ষিণে যাই ।
দক্ষিণে ঝড়ে ছুড়ে ফেলে-
পূর্ব দিকে ধাই ।
পশ্চিম আগেই দেয় বলে -
বিদায় মশাই ।।


নাই, নাই, নাই, ভালোবাসা নাই
এই দুনিয়ায় আগের মত ভালোবাসা নাই ।।


নিজেকে নিয়ে ব্যস্ত সবাই
কারো জন্য কারো পোড়েনা মন!
হিসেব শুধু নিজের লাভের
অন্যের দু:খ ভাবে ক'জন !
ভালোবাসার উপায় খুজে এখন-
দিশে হারাই ।।


নাই, নাই, নাই, ভালোবাসা নাই
এই দুনিয়ায় আগের মত ভালোবাসা নাই ।।


মানুষের জন্য মানুষের ছিলো-
আগে মায়া ।
এখন দেখি কোথাও নাই
স্বার্থহীন কায়া ।
দু:খে মন কেঁদে বলে-
পুরানো দিনে ফিরে যাই ।


নাই, নাই, নাই, ভালোবাসা নাই
এই দুনিয়ায় আগের মত ভালোবাসা নাই ।।