কোন এক শ্রাবণ সন্ধ্যায়, যৌবনা জলে তা থৈ থৈ বিলে
শাপলা ফুল তোলার ছলে, প্রেমের নকশা আঁকা নায়ে-
যুগল যাত্রায় মাঝি হয়েছিলাম। মনে পড়ে,
সেই সন্ধ্যাবেলায় খুনসুটি শেষে বাসায় ফেরার পথে
দেবী, বায়না ধরেছিলো- নাও চালানো শিখে নেবার।
আমার কোলে বসিয়ে বৈঠা দিলাম তাঁর হাতে,
শিখিয়ে দিলাম কী করে জলবৈঠার প্রেমে-
ছলাৎ ছলাৎ গান তুলে যেতে হয় সামনে...
তারপর থেকে, সে একাই চালায় নাও!
আমার নায়ে বিরহ নকশা আঁকা।