করুণতম একটি ভুলে নি:স্ব ওবেদ আলীর পরিবার,
লেখালেখি করি বলে অনুভব করছি দায়বদ্ধতার ।
"মরিয়া প্রমাণ করিল - ওবেদ অালী ছিলো নির্দোষ ঢের"
মনে পড়ে রবী ঠাকুরের কাদম্বরী চরিত্র এত বছর পর ফের!
দু মুঠো ভাত নাই তাদের - মামলায় হলো সবই শেষ,
কারাগারে মৃত্যুতে ওবেদ আলী চিরমুক্তি পেলেও - পায়নি মুক্তি তার পরিবার । ভরা দু:খ ক্লেশ ।
এরপরেও ছেলে মেয়েরা শিক্ষিত হয়েছে বহু কষ্ট করে-
মানবিক বিবেচনায় অন্তত একটি সরকারি চাকরি চাই তাদের তরে ।
বেঁচে থাকার পথ হোক তাদের কিছুটা নিশ্চিত,
অনাকাঙ্ক্ষিত ভুলের মাসুল রাষ্ট্র দিক এভাবে কিঞ্চিত ।
ভুলের ছিলো নানা কারন থাক সেসব কথা- উদ্যোগ চাই এ শোক ভোলার,
না ডোবে যেন তারা আরও হতাশায়-
"ওবেদ আলীর পরিবারের পক্ষে আবেদন পত্র" -এতটুকুই আমার,
তাদের একটু সুখের প্রত্যাশায় ।