...! অভিমান করেছে ডায়েরির পাতা! কথা কয় না বহুদিন। আমি বলি। সে বলে না! ঐশ্বরিক আর লৌকিক দ্বন্দ্বের দ্বীপে আমি দৌড়াই, দৌড়াই দুই পাহাড়ের মাঝে- একটি ঝর্ণার খোঁজে। প্রাণবন্ত ঝর্ণা। বয়ে যেতে যার দ্বিধা নেই!
     তৃষ্ণা ভয়ঙ্কর মায়াবী, ভীষণ বেপরোয়া! যার কাছে হেরে যায় জামানার কত সাধক কতবার। অথচ চাতক ধর্ম মেনে আমি ঠিকই জল চেয়েছিলাম মেঘের কাছে। ঝর্ণার কাছে চেয়েছি প্রেম। তবুও ব্যর্থ ভালোবাসার কিতাব!
     ইহকাল আর কতদিন...!