ঐ অন্ধকার পথে আর যেওনাকো তুমি
মেতোনাকো ফের ভাঙন ভাঙন খেলায়
কতো যুবক মরে যায়, জানো?
হাত ধরে আবার হাত ছেড়ে দেবার বেলায়!
বেঁচে থাকে তাদের দেহ শুধু, বাঁচেনাকো মনভূমি।
ঐ অন্ধকার পথে আর যেওনাকো তুমি!


অন্ধকার পথের সংজ্ঞা অনেকে ভিন্নভাবে বলে
আমি বলি- না, ঐ পথ কেবলমাত্র,
হাত ধরে হাত ছেড়ে দেবার ছলে
পৃথিবীর বুকে থেকে যায় অবিরত, এ ঘৃণাপাত্র!
ভালোবাসা আলো ছড়ায়, নয় আলোগ্রাসী চারণভূমি।
ঐ অন্ধকার পথে আর যেওনাকো তুমি!


হাত যদি ধরো একবার, ধরো, যতো শক্ত করে পারো-
ভালোবেসে অন্ধকার দিওনাকো উপহার জীবনে কারো।