ধর্মনিরপেক্ষতা মানে এই নয়-
কোন ধর্মকে করা তিরস্কার।
‍যে করে- ধিক তারে শত ধিক,
‍নিশ্চয়ই সে মস্ত কুলাঙ্গার!


‍যে ধর্মের যে প্রথা, আছে যে আচার-
ধর্মপ্রাণেরা করবে পালন, এ-ই সত্য সমাচার।
‍যে করে ব্যঙ্গ বিদ্রুপ, দিতে চায় বাধা,
‍নিশ্চয়ই সে ঘোলা পানিতে মাছ শিকারী অথবা গাধা!