এখনও চৈত্রের মতো রুক্ষ সমকাল।
পথে পথে শিমুল রঙ- জনতার দ্রোহে!
অধিকার আদায়ের আওয়াজ-
উত্তপ্ত দখিনা বাতাস হয়ে বয়ে যায়!
বসন্তে আর বসন্ত নেই মনে!


অথচ, আমরা চাই, পঞ্চাশে এবং পরে-
রাজপথ, জনপদ নির্বিঘ্ন হোক।
নির্বিঘ্ন হোক আমজনতার পথচলা।
শান্তির আবাসে বাঁচুক মানবতা।
বাঁচুক প্রেমে- সবার স্বাধীনতা!