চাকরি খুজে খুজে হয়রান ক্লান্ত যুবক মূখখানি থাকে সদা ভার
হৃদয়ে তার অস্পষ্ট কান্নার রোল দেখেনা অন্যদের নয়ন কখনো আর ।
মা বলে আর কতদিনে ঘুচবেরে বাবা সংসারের টানাটানি ?
বাবা বলে আর কতদিন বাবার হোটেলে খেয়ে দেখাবি তুই খানদানি ?


নির্বাক যুবক ছেড়ে দীর্ঘশ্বাস তাকিয়ে আকাশ পানে প্রশ্ন ছোড়ে
হে সৃষ্টিকর্তা, মেধাতো দিয়েছিলে তবে দেওনি কেন মোরে -
লক্ষ টাকা আর ক্ষমতাবান মামা ? দেওনি কেন ছাত্রনেতা হবার পেশী শক্তি ?
এ তিনেরে ছাড়া বড় কঠিন কেন বলো বেকারত্ব থেকে তব মুক্তি ?


বেকারের প্রশ্ন শ‍ুনে জানিনা কি উত্তর দেন মহাবিশ্বের মালিক যিনি
তবে পাতালে দেখি অন্য মানুষের ভাগ্য চোরের বহর বাড়ছে প্রতিদিনই ।
টাকা, মামা কিংবা রাজনৈতিক বিবেচনায় যে করে যোগ্যকে জোর করে বেকার
আমি বলি- তারা দেশের শত্রু, সুষম উন্নয়নে বাঁধা- চা‍ই এখনই এর প্রতিকার ।