দুই বাও মেলেনা, এক বাও মেলে
এ হলো বাংলার নদ-নদীর হাল ।
বুকে জেগেছে তার ধূ ধূ বালুচর
স্রোতস্বিনী হারিয়েছে প্রদৃপ্ত যৌবনকাল ।


খানিকটা প্রতিবেশী বন্ধুর দান
দিয়েছে সে বাধ আন্ত:নদী সংযোগের নামে
যেন প্রবাহিনীর হৃদযন্ত্র ব্লক করা ।
খানিকটা মোদের নদী-খেঁকোদের অবদান
যারা দখল সত্ত্বে যায় ভূমি মালিক বনে
জিজ্ঞাসিলে বলে - নদী কই, সে তো কবে থেকেই মরা ।


জাগো বাহে, কোমর শক্ত করে
যদি চাও বাংলার বুকে ফসলের মৌ ঘ্রাণ ।
মাছে ভাতে বাঙ্গালি - এ ঐতিহ্য
যদি চাও থাকুক আরও বহমান ।


তবে তাড়াও - নদী দখলকারী দস্যু
বাঁচাও নদী - দূষণ থেকে আজই
স্বভাবিক স্রোত এনে দাও তার জলে ।
দুই বাও, এক বাও না বুঝে
গোলমেলে কিউসেক তথ্য ভুলে - নায্য হিস্যা চাও
বন্ধুর কাছে - আন্তর্জাতিক নদী আইন বলে ।