নির্বাচন হলো ভারতবর্ষে, বেশ ।
হলো সেথায় ক্ষমতারও পালা-বদল ।
আমার দেশেও দেখি ভালোই রেশ,
বাজছে মস্ত সবারই ঢাক-ঢোল ।


কেউ বলছে তাদের সাথে
সম্পর্ক ভালো কেবলই মোদের ।
অন্যপক্ষ মূখ করে রুক্ষ - তা মোটেইনা,
আমাদের সম্পর্ক ঢের ।


কেউ বলে, এইবার পড়ে যাবে সরকার
ক্ষমতায় আসবে নতুন মাতুব্বার ।
জনগন ফ্যাল ফ্যাল তাকিয়ে দেখে -
বুঝিনা মানে, কোথায় তাহলে ক্ষমতা জনতার ?


আচ্ছা, সত্যি যদি ভিনদেশের কোন দল
কাউকে দেয় ফেলে, কাউকে বসায় ক্ষমতায় ।
কি ভাববো তবে আমরা বসে -
বুঝিনা মানে,তাহলে সার্বভৌম‍ত্ব কোথায় দাড়ায় ?


এসব শুনতে চাইনা, কান করেছি বন্ধ
এসব দেখতে চাইনা, হয়ে দিবা-অন্ধ !


ফালতু প্যাঁচাল বাদ দিয়ে
চাই ভারত থেকে নাও শিক্ষা
কিভাবে তারা সুষ্ঠু নির্বাচন করে
নাও সে সঠিক দীক্ষা ।


কিভাবে তারা গণতন্ত্র রাখে সমুন্নত
কাজ করে দেশের তরে সব কিছু ফেলে পাছে
ভেবে দেখো দেশের স্বার্থ কত বড়
ব্যাক্তির চেয়েও তাদের কাছে ।


অন্যের বাঁশিতে না বাজিয়ে নিজের বগল
বাজাও এবার বাংলাদেশের ঢোল
সবদল সত্যিকারে গাও জনগনের গান
কলোরব করো এই বাংলার বোল্ ।