কতোটা পথ পেরুলো বাংলাদেশ
কতোটা সময় গেল হেথায় বয়ে
অথচ দুবেলা খেয়ে-পরে বাঁচার জন্যে
কতো মানুষ নির্দয় কষ্ট আজও যাচ্ছে সয়ে ।


এখনো হেথায় মানুষ রাস্তায় ঘুমায়
ডাস্টবিনে অভুক্ত জনে খাবার কুড়ায়
কতো শত সেবাদাস ক্লান্ত দেহে
নূন্যতম মজুরির আশায় আজও চেঁচায় ।


'দুইটা টেকা দেন - ভাত খামু'
এমন আকুতি ফুটপাতে চলার কালে এখনো শুনি
মাথা গোঁজার ঠাই বিহীন মানুষ কত ?
শুমারিতে আজও আমরা বস্তি গুনি !


এখনো হেথায় সন্ধ্যেবেলায়
পরের দিনটি কোনমতে কাটানোর আশায়
কতো নারী তার অমূল্য সম্পদ
বিকিয়ে দিচ্ছে পথে-ঘাটে রাস্তার চিপায় ।


মানুষের এমন দুর্দশার আরো বহু ছবি
আপনিও দেখবেন চোখ-জোড়া করলে একটু উন্মেষ
আপনার সুলুকসন্ধানই ‍দেবে বলে
কোন পথে আপনার প্রিয় স্বদেশ ?


জানি, এ প্রশ্ন আপনার মনে জেগেছে এখন
' আমাদের ভাবনায় লাভ হবে কি বেশ ? '
বলি আমি - আপনিই নেতা আর আপনার একটু ভাবনা
হয়তো গড়ে তুলবে কোন একদিন - দ‍ারিদ্র্য মুক্ত বাংলাদেশ ।