আজকের ভোরে একটা মিছিল হোক
তবে মুহুর্মুহু শ্লোগান নয় !
কেবল ধ্বনিত হোক একটা শ্লোক
তব করুক তা সব হৃদয়কে জয় ।
সে শ্লোগানের কথা - সোজা- রয়েছে সবার জানা
তবে দরাজ কন্ঠে দ্রোহের উচ্চারণ নয় !
সে শ্লোগানের কথা - কঠিন - সবার পক্ষে মানা
তব মানলে তা হবে মানবতার জয় ।


আজকের ভোরে এ শ্লোগানের চরণ
করেছি তা এক কবিতা থেকে চয়ন
অন্তরে মম ধ্বনিত করো সে কলি -
' সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি '
- তব প্রতিধ্বনিত হোক এ মিছিল প্রতিদিনই ।