কি করবে কি করবেনা
কি হবে তার ফল
ভেবে ভেবে কাটিওনা
তোমার সময় সকল ।


আজ করি কাল করি
কাটিয়ে সময় খেলায়
জমিওনা কাজের পাহাড়
এমনি হিঁয়ার হেলায় ।


সময়ের কাজ সময়ে
যদি না হয় করা
জেনে রে‍খো নেমে আসে
জিবনে দু:খ আর জরা ।


যদি চাও তোমার স্বপ্নগুলো
থাকুক হাতের মুঠোয় ধরা
সময়কে দাও সঠিক মূল্য
তা ই হবে কাজের কাজ করা ।