ধর্ম নিরপেক্ষতার নামে যারা কথার পসরা সাজায়
তারা কতোটা নিরপেক্ষ থাকে ধর্মের ব্যাপারে !
এ প্রশ্নই জাগে তাদের কৃতকর্মে
কই ? দেখিনাতো এই সব মহা মানবের দল
ইসলাম ধর্ম বাদে অন্য ধর্মের কোন সমালোচনা করে
সব দোষ কি তবে কেবলই ইসলাম ধর্মে !


প্রশ্ন জাগে - উত্তর দাও
ধর্ম নিরপেক্ষতা ‍ কি শুধুই ইসলাম বিদ্বেষী কর্মকান্ড ?
নাকি সহজ সরল ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে প্রপাগান্ডা ?
নাকি কৌশলে ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র ?


স্বীকার করি -
আছে নানা কুসংস্কার মূসলীম অধ্যূষিত সমাজে
তবে সেগুলো ইসলাম ধর্মের নয় বরং একান্তই সামাজিক
অজ্ঞতার কারনে অনেকেই তা ধর্মকর্ম ভাবে !
‍জেনে রেখো, ইসলাম ধর্মই কুসংস্কার মুক্ত এবং সর্বাধূনিক ।


আর অধিকারের প্রশ্নে -
ইসলাম ধর্মই সবার অধিকার করে স্বীকার
পরিপূর্ণ ভাবে নারী-পুরুষ সকলের
এমনকি অন্য ধর্মের লোকের সাথেও
করতে হবে উত্তম ব্যবহার - নিশ্চিত করে তার অধিকার ।


তাহলে -
সর্বোত্তম এ ধর্ম থাকতে কোন প্রয়োজনে
ধর্ম নিরপেক্ষতার নীতি করতে হবে প্রচলন
প্রশ্ন জাগে - উত্তর দাও
‍বিশ্বজুড়ে আছো যত বিজ্ঞজন ।