হঠাৎ করেই এসেছি তোমার আকাশে
মিশে যাব অনন্তে হয়তোবা কিছুক্ষণ পরে
বলছি আবারও মোর ধ্রুবসত্য যে প্রেম
নিবেদিত ছিলো তা কেবলই তোমার সকাশে ।
হ্যালির ধুমকেতু থেকেও আছে আমার ভিন্নতা
সেতো আসে ফিরে দেরীতে হলেও প্রতি ছিয়াত্ত্বর বছর পর
আমি আসবনা ফিরে কোনদিন, ডাকবনা তোমায়
চিরদিনের তরেই আমার এ ছিন্নতা ।
ভালো থেকো তুমি অনেক অনেক বেশী
মনে রেখ মোরে, করিওনা আমি সে আকুতি
তারপরেও যদি ভুলে কখনো মনে পড়ে মোরে
আকাশ পানে চেয়ে দেখো - কি সুন্দর শুণ্যতা !