পহেলা এপ্রিল, আজ...
গ্রানাডার সেই নির্মমতার কথা
যখন মনে পড়ে
দু:খে ক্ষোভে হৃদয়ের ব্যাথা
অশ্রু হয়ে ঝরে ।
পহেলা এপ্রিল, ১৪৯২
খ্রিস্টান হায়েনাদের ঘৃণ্য ছলে
সরল মনের মুসলমান
মসজিদে ঢুকে, গেল বোকা বনে
আগুনে পুড়লো তাদের প্রাণ ।
পহেলা এপ্রিল, ১৪৯২
ফা‍র্দিনান্দ - ইসাবেলার হাত
হলো মুসলমানদের রক্তে রঞ্জিত
স্পেনের বুকে এসেছিলো নেমে
মুসলিম শাসনের সূর্যাস্ত ।
পহেলা এপ্রিল, আজ...
কাউকে বানিওনা বোকা
করোনা পালন 'এপ্রিল ফুল'
" ধোঁকাবাজ আমার উম্মত নয় "
বলেছেন মোদের রাসূল (সা:) ।