বাবাকে নিয়ে কবিতা লিখব ভেবে কাল রাত পার করেছি
কিছুই লিখতে পারিনি-কারন এমন কোন শব্দমালা আমি খুজে পাইনি
যা বাবার ভালোবাসা পূর্ণাঙ্গরুপে প্রকাশ করতে পারে কিংবা
বাবা শব্দের তাৎপর্য বা স্বরুপ উন্মোচন করতে পারে পুরোপুরি অথবা কিছুটা ।
আমার অস্তিত্ব যে মানুষটির দান- বংশগতি বিজ্ঞান কিংবা ধর্মীয় জ্ঞান
যে দিক থেকেই ভাবিনা কেন- হেন উপায় কি আছে
আমি কোন প্রতিদান দিতে পারব সে দানের বিপরীতে এ ধরায় বসে
সমতুল্য প্রতিদানের কোন সুত্র নাই- দেখি যোগ বিয়োগ গুন ভাগ কষে !
বাবা আমার কৃষক ছিলেন-দিনরাত খেটেছেন মাঠেঘাটে ক্লান্তিহীন যেন
সংসার চালাতে হিমশিম খেয়েছেন তবু পহেলা বৈশাখে জামা কিনে দিতে ভুল হয়নি কখনো
মাথার ঘাম পায়ে ফেলে কিছুটা যা জমিয়েছেন তা দিয়ে লেখাপড়া করিয়েছেন
যখন কলেজে ভর্তি হবো বাবা আমার টাকা পাবেন কোথায়
জমি বিক্রি করে টাকা জোগার করলেন কে যেন বললো তাকে
এসবের কি দরকার ? জমিও থাক বরং ছেলেকে নিয়ে সাথে কর কাজ
বাবা হেসে বললেন বাছা আমার বড় হলে এমন জমি কত্তো পাবো
কোন গণিতবিদ কি বলতে পারবেন কত টাকা দিলে পরে
বাবার এ ত্যাগের প্রতিদান পরিপূর্ণ হবে তবে ?
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েছি
বলুন কোন ছন্দে কবিতা লিখে এ বাবার অবদানের কথা বলি
এত বড় দুসাহস দেখাতে পারিনি বলে-কোনো কবিতাও লেখা হলোনা বাবাকে নিয়ে ।