হে নয়ন শীতলকারী মালিনী মোর
তোর কাছে-
চাই কদম, চাই প্রেম ।


এই আষাঢ়ে কোন আষাঢ়ে গল্প নয়
তোর কাছে-
চাই রিমঝিম ভালোবাসা- সেই তো মণি মুক্তা হেম ।


জানি প্রেমেও জৈব যৌগের বহুরূপতা আছে
ছলা কলা অথবা রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই
প্রেমও নাকি তেমনি!
যারা প্রেম করছে সবাই কসম করেই এ কথা বলেছে!
তবুও সাহস করি- তোর কাছে যাওয়ার
কেন জানিস?


শুনেছি কদম ফুল তোর ভীষন প্রিয় ।
পথশিশুদের কাছ থেকে অনেক আদর করেই চড়া দামে কিনে নিয়ে
ভালোবাসার আভিজাত্য দেখাস্  তুই
তাইতো এই বর্ষার মত তোকে ছুতে চাই
কদম ফুলকে ভালোবেসে সিক্ত বর্ষার মতই ।
কি ফিরিয়ে দিবি? নাকি কদমফুলের মত কিনে নিবি! প্রেম অভিসারে প্রত্যাশায় বিনামূল্যে!


হে নয়ন শীতলকারী মালিনী মোর
অপেক্ষায় রইলাম-
প্রস্ফুটিত কদম তলায়।