নয়নে নয়ন রাখো  বন্ধু।


নয়নে নয়ন রেখে- চয়ন করতে চাই প্রেমের কবিতা জনম জনম
সময় হবে কি একটু তোমার?  পাশে বসবার- কসম, এই প্রথম!


ভালোবাসার ছবক নিতে মন চাইছে- ভীষন শূন্যতা হৃদয় মাঝে মোর
প্রশমনে এগিয়ে আসো। নইলে নিশ্চত হবে ঝর- ঘুর্ণিঘোর-
ধুলির মত উড়ে যাব। তুমি বিনে কে আছে আঁচলে জড়াবে  বন্ধু
নয়নে নয়ন রাখো- ঐতো দেখছি প্রেম।  না-রাখলে বিষাদসিন্ধু।


নয়নে নয়ন রাখো বন্ধু।


নয়নে নয়ন রেখে- শুনাতে চাই যৌবনের জয়গান হয়ে জিয়ন কাঠি
নয়তো স্বল্পায়ু হবে মৌবন! হবেনা সুরের গুঞ্জন! জীবন মরু-মাটি।


ভালোবাসার ছবক নিতে মন চাইছে- একাকি থাকার যন্ত্রনায় কাতর মন
দূরীভুত করতে এগিয়ে আসো। নইলে নিশ্চত অমাবস্যার অন্ধকার-
কালো ছায়ায় ঢেকে যাব। তুমি বিনে কে আছে আলো ছড়াবে বন্ধুবর
নয়নে নয়ন রাখো- ঐতো দেখছি পূর্ণিমা। না-রাখলে কৃষ্ণ গহব্বর।


নয়নে নয়ন রাখো বন্ধু।